অসুস্থ অবসরপ্রাপ্ত অধ্যাপক ভুধর চন্দ্র সরকার, সকলের কাছে দোয়া কামনা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, সর্বজন শ্রদ্ধেয় ভুধর চন্দ্র সরকার নামটি উচ্চারণ করলেই যেন এক নির্লোভ, প্রজ্ঞাবান, মানবিক শিক্ষকের মুখ ভেসে ওঠে চোখের সামনে। জ্ঞানের আলো ছড়িয়ে যিনি প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলেছেন, আজ সেই মানুষটি শয্যাশায়ী।গত ১২/১৩ দিন ধরে খুলনা সিটি মেডিকেলের ১৪ তলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে।
গতকাল খুলনার রুপসা আভা সেন্টার থেকে তাঁর কয়েকজন শুভাকাঙ্খী সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যান ভুধর চন্দ্র সরকারের শারিরীক অবস্থার খোজ খবর নিতে। এরা হলেন অধ্যাপক পবিত্র মোহন দাশ, নেতৃত্বে শেখ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার, শেখর চন্দ্র, নিখিল চন্দ্র, অবসরপ্রাপ্ত অধ্যাপক হোসেন আলি, কবি স ম তুহিন।
চোখ খুলে তাকালেন তিনি নিঃশব্দ অথচ গভীর এক দৃষ্টি। অশ্রুসজল নয়নে, আগত দর্শনার্থীদের দিকে চেয়ে রইলেন দীর্ঘক্ষণ, যেন সেই চেনা ছাত্র, সহকর্মী, প্রিয়জনদের মুখগুলোতে জীবনের দীর্ঘ যাত্রাপথ খুঁজে নিতে চাইছেন। চিনলেন তাদের, কিন্তু গলার স্বর যেন আটকে গেল কোথায় একটি শব্দও বের হলো না তাঁর কণ্ঠ থেকে। শরীর ভীষণ দুর্বল, তবু চোখে ছিল এক অসীম মমতা, এক নীরব আবেদন যেন বলছিলেন, “তোমরা আমার জন্য প্রার্থনা করো।
”সেই মুহূর্তে মনে হয়েছিল, হাসপাতালের সেই সাদা দেয়ালের মধ্যে যেন এক দীর্ঘ জীবনের সংগ্রাম, ত্যাগ, ভালোবাসা আর মানবতার ইতিহাস নিঃশব্দে শুয়ে আছে। শিক্ষার্থীর চোখ ভিজে আসে, সময় থমকে যায়। এই মহৎ মানুষটি যেন দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসেন সবার মাঝে সেই প্রভাতের মতো কোমল হাসি আর আলোর মতো জ্ঞানের দীপ্তি নিয়ে।

