ভোমরা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন
জিয়াউল ইসলাম জিয়া: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভোমরা পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ। তিনি তার বক্তব্যে বলেন, ‘দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করা সবচেয়ে জরুরি। ভোমরা ইউনিয়ন বিএনপির সম্মেলন গণতান্ত্রিক চর্চার একটি দৃষ্টান্ত।’
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বলেন, বিএনপির শক্তি হচ্ছে জনগণ। জনগণের অধিকার পুনরুদ্ধারে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের সাংগঠনিক টিম প্রধান ড. মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান এবং হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
সম্মেলন শেষে নির্বাচন কমিশনার ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে সাহানুর রহমান, সাধারণ সম্পাদক পদে সাবেক ইউপি সদস্য বজলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আমিরুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত নেতাকর্মীরা জানান, নতুন কমিটির নেতৃত্বে ভোমরা ইউনিয়ন বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর। সম্মেলনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জেলা ও উপজেলা নেতারা সন্তোষ প্রকাশ করেন।

