এডাব সাতক্ষীরা জেলা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: এডাব সাতক্ষীরা জেলা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উন্নয়ন সংগঠন স্বদেশ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এডাব সাতক্ষীরা জেলা সভাপতি মাধব চন্দ্র দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডাব সদস্য সংগঠন আডিয়াল-এর সভাপতি ডা. নজরুল ইসলাম, উষা পরিচালক শামসুজ্জোহা, এডাব সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সিডো পরিচালক শ্যামল বিশ্বাস, ক্রীসেন্ট পরিচালক আবু জাফর সিদ্দিকী এবং বিভাগীয় সমন্বয়কারী রেজাউল ইসলাম।
সভায় চলমান ও বাস্তবায়িত কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা হয় এবং আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। এছাড়া সাতক্ষীরা জেলায় জলাবদ্ধতা নিরসনে গৃহীত নদী ও খাল খনন প্রকল্প এবং সাতক্ষীরা-শ্যামনগর সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় সাম্প্রতিক সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও ভূমিহীন মানুষের অসহায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানানো হয়।
এ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ ও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

