অনলাইনঅপরাধআইন আদালতআশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির বড়দলে থানায় মারপিটের অভিযোগ করায় ঘরবাড়ি ভাংচূর ও লুটপাট

স্টাফ রিপোর্টার: আশাশুনির বড়দলে থানায় মারপিটের অভিযোগ করায় ঘরবাড়ি ভাংচূর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার বড়দল ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামে। এঘটনায় বুড়িয়া মোহাম্মদনগর গ্রামের মৃত মোজাম সদর এর পুত্র মনিরুল সরদার আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

লিখিত এজাহার এবং প্রত্যক্ষসুত্রে জানা যায়। জমিজমা সংক্রান্ত ও পূর্ব বিরধের জের ধরে এই ভাঙচুর এবং লুৎপাটের ঘটনা ঘটেছে। মনিরুল সরদার জানান তার স্ত্রী মজিদা খাতুন সকাল আটার দিকে পথের পাশ থেকে কচু লতি তোলার সময় বিবাদীরা হঠাৎ বিভিন্ন ভাষায় গালিগালাজ করিতে থাকে। গালিগালাজ এর প্রতিবাদ করায় তারা মজিদা খাতুন মনিরুল সরদার কে পিটিয়ে আহত করে। এ ঘটনায় মনিরুল সরদার থানায় অভিযোগ করতে আসলে এ সংবাদে একই এলাকার খোকন সরদার, সজল সরদার, রাশেদ গাজী, ইমদাদুল সরদার, শেফালী খাতুন, সোনিয়া খাতুন, শাহানারা খাতুন, আনারুল সরদার সহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র, সজ্জিত হয়ে, বাড়িঘর ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণাংকার, আসবাবপত্র ও দুটি গরু লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

রাজীব সরদার জানান, দীর্ঘ পয়ত্রিশ বছরের ভোগদখলীয় সরকারী ডিসিআরকৃত জমিতে খোকন সরদারের নেতৃত্বে একদল মাস্তান আমার বসতঘরে থাকা আসবাবপত্র লুটপাট করে ভ্যান যোগে নিয়ে যায় এবং গোয়ালে থাকা দুটি গরু নিয়ে যায়। আমি বাধা দিতে গেলে আমাকে মেরে আহত করে এবং আমার চলাচলের পথ ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে আমি আইনশৃঙ্খলা বাহিনী র আশু হস্তক্ষেপ কামনা করছি।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়। তবে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *