অনলাইনঅপরাধআইন আদালতআন্তর্জাতিককলারোয়াতালাসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ১০ বোতল মদসহ সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালচত্তর এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এছাড়া, তলুইগাছা বিওপির দল কলারোয়া থানাধীন তেতুলবাড়ি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় এলাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। হিজলদী বিওপির দল শিশুতলা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।

অন্যদিকে, মাদরা বিওপির দল ব্রিজের পার্শ্বে এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করে। ভোমরা বিওপির আভিযানিক দল রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে এবং বৈকারী বিওপির দল ছয়ঘরিয়া এলাকায় ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। মোট অভিযানে বিজিবি ৬ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করে।

জব্দকৃত সকল মালামাল সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *