অনলাইনরাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরের দুর্গাবাটিতে সাবেক এমপি গাজী নজরুল ইসলামের গণসংযোগ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পূর্ব দুর্গাবাটি মন্দির মাঠে সাতক্ষীরা- ৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলামের গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ অক্টোবর) রাতে আয়োজিত এ গণসংযোগে স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

মৃণাল কান্তি মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, স্থানীয় উন্নয়ন কর্মকান্ড এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর রশিদ, মাস্টার মৃণাল কান্তি বিশ্বাস, ইউপি সদস্য স্বপন কুমার, বিকাশ মন্ডল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে হবে। এসময় তারা জনগণের সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় জনগণের, মাছ ও কাঁকড়া চাষে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *