অনলাইনঅপরাধআইন আদালতআন্তর্জাতিককলারোয়াতালাসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরার সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে প্রায় ৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ মাদক বিরোধী অভিযানে প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় ঔষধসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কালিয়ানী, পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, গাজীপুর ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে একাধিক চালান আটক করা হয়। এর মধ্যে- কালিয়ানী বিওপি এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপি থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকার ঔষধ, পদ্মশাখরা বিওপি থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, ভোমরা বিওপি থেকে ১ লক্ষ ৫ হাজার টাকার ঔষধ, তলুইগাছা বিওপি থেকে ৭০ হাজার টাকার ঔষধ, গাজীপুর বিওপি থেকে ৩৫ হাজার টাকার ঔষধ এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

সব মিলিয়ে আট লক্ষ পচাত্তর হাজার (৮,৭৫,০০০) টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। এসব অবৈধ আমদানির কারণে দেশীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রীয় রাজস্ব আয়েও ঘাটতি তৈরি হচ্ছে।

আটক করা সকল মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকার সাধারণ মানুষ বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন- এমন অভিযান আরও জোরদার করলে মাদক ও চোরাচালান দুই-ই নিয়ন্ত্রণে আসবে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, দেশের রাজস্ব রক্ষা, স্থানীয় শিল্পের বিকাশ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *