কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপন ও দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের ওপর এক চিত্তাকর্ষক মহড়া প্রদর্শন করেন। ফায়ার সার্ভিসের কমান্ডার সাইফুল ইসলামের নেতৃত্বে এ মহড়ায় অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠানোর বাস্তব অনুশীলন তুলে ধরা হয়।
মহড়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাঈনুদ্দিন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা বেগম, এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। গত দুই দশকে ১৮৫টিরও বেশি প্রাকৃতিক দুর্যোগ আমাদের আঘাত করেছে, যার বেশিরভাগ ক্ষতি হয়েছে উপকূলীয় অঞ্চলে। তাই দুর্যোগ মোকাবেলায় সবাইকে আরও বেশি সচেতন ও প্রস্তুত থাকতে হবে।
দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা দুর্যোগ পূর্বপ্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও সম্মিলিত প্রতিরোধমূলক উদ্যোগের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।

