কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, শিক্ষিকা কনিকা সরকারসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সমিতির সভানেত্রী। উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রধান, সূধী ও সদস্যরা।

এসময় বক্তব্যে ইউএনও বলেন, সমাজে কন্যাশিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করা এবং তাদের সুরক্ষা, শিক্ষা ও অন্যান্য অধিকার নিশ্চিত করা। এই দিবসটি কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়ন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *