পাইকগাছায় বাসের ভিতরে অজ্ঞান করে ১৯ হাজার টাকা ও মোবাইল ছিনতাই
মোঃ খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা সোনাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের মৃতঃ অমাল কৃষ্ণ বৈরাগী ছেলে অনিশ চন্দ্র বৈরাগী (৪২) কে চেতনানাশক ঔষুধ ব্যবহার করে অজ্ঞান করে ১৯হাজার টাকা ও একটি বাটম মোবাইল ছিনতাই করেছে দূর্বৃত্তরা।
অনিশ চন্দ্রের বড় ভাই বিকাশ চন্দ্র জানান । রাত ৮,৩০মিনিটে লিয়াকত গাজী ছেলে ভ্যান চালক আমার মেজো ভাইকে ভ্যানে শুয়ে নিয়ে আসেন । এবং বলেন জিরোপয়েন্ট থেকে বাসের চালক, হেলপার , কনটেকটারসহ সবায় ধরে আমার ভ্যানে তুলে দেন। কারণ আমি অনিশ চন্দ্র বৈরাগীকে দেখে চিনতে পারি । বড় ভাই বিকাশ চন্দ্র বৈরাগী মেজো ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ হাওয়ায় দ্রুত পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করান । এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন ।
অনিল চন্দ্র বৈরাগী বড় ভাই বিকাশ চন্দ্র বৈরাগী বলেন দীর্ঘ ১০/১২ বছর ধরে আমার ভাই বাগদার পোনা , রেনু পোনা ব্যাবসা করে আসিতেছে । তারই ধারাবাহিকতায় আজ সকাল ৮,৩০ মিনিটে আমার ভাই মাছ বিক্রির উদ্দেশ্যে যশোর ময়নাপুর যান । সেখানে মাছ বিক্রি করে পাইকগাছার উদ্দেশ্যে রওনা দেন । যশোর থেকে চুকনগরে এসে নেমে পাইকগাছা লোকাল বাসে উঠেন ।
বাসের ভিতরে পাশে বসা লোকটি তাকে একটা পত্রিকা দেন পড়তে । তার পরে লোকটি বললো আপনার শরীর অনেক দূর্বল । এক কাজ করেন এই হারবালের ট্যাবলেটটি খাইলে শরীর একটু সতেজ হবে । তখন ট্যাবলেটি খেয়ে নিয়েছে ভুক্তভোগী। পরে তার কাছে থাকা ১৯০০০ (উনিশ হাজার) টাকা ও বাটম মোবাইল সেট নিয়ে গেছে দুর্বৃত্তরা।
অনিশ চন্দ্র বৈরাগী শারিরিক অবস্থার বিষয়ে পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন,তাকে চেতনানাশক ঔষুধ খাওয়ানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা
দেওয়া হয়েছে। কয়েক ঘন্টা পরে হয়তো জ্ঞান ফিরে পাবে।
এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান বলেন ,বিষয়টা তার বড় ভাইয়ের কাছ থেকে শুনলাম, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।