কালিগঞ্জে টাইফয়েড টিকাদানে ৭১ হাজার শিশুকে সুরক্ষা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: দেশব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর থেকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শুরু হচ্ছে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম। এক মাসব্যাপী এ কর্মসূচিতে ৭১ হাজার শিশুকে টাইফয়েড কনজুগেট টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়।
স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ৭ অক্টোবর পর্যন্ত প্রায় ৩৭ হাজার শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৫১ শতাংশ। রেজিস্ট্রেশন বাড়াতে এবং জনগণের মাঝে টিকার উপকারিতা তুলে ধরতে ব্যাপক প্রচারণা চলছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর বলেন, টাইফয়েড একটি সংক্রামক ব্যাধি, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সময়মতো টিকা গ্রহণ করলে শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হয়। এ টিকা সম্পূর্ণ নিরাপদ ভয়ের কোনো কারণ নেই।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণে সহযোগিতা করার জন্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, টাইফয়েড টিকা একবার গ্রহণ করলে এটি শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে কালিগঞ্জ উপজেলায় টাইফয়েড সংক্রমণ রোধে একটি শক্তিশালী প্রতিরোধ বলয় তৈরি হবে।
উপজেলার সব স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প স্থাপন করে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কেন্দ্রগুলোতেও টিকা দেওয়া হবে। মোট ১৮ কার্যদিবস ধরে এই কার্যক্রম চলবে বলে জানা গেছে।
প্রথমবারের মতো সরকার দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে, যার মূল লক্ষ্য শিশুদের মধ্যে টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব রোধ করা এবং শিশুমৃত্যু হার কমানো।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ২৫ হাজার ১২ জন ছেলে ও ২৪ হাজার ৩২০ জন মেয়ে এবং কমিউনিটি পর্যায়ে ১০ হাজার ৯১০ জন ছেলে ও ১০ হাজার ৪৬৩ জন মেয়ে শিশুকে টিকার আওতায় আনা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, প্রচারণা জোরদার হলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্য পূরণ সম্ভব হবে, আর কালিগঞ্জ উপজেলাকে টাইফয়েডমুক্ত রাখার পথে এটি হবে একটি বড় পদক্ষেপ।

