কালিগঞ্জে ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশু নতুন ঠিকানায়
মাসুদ পারভেজ/তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ভারসাম্যহীন নারীর ক্রোড়ে বেড়ে ওঠা কন্যা শিশু আফিফা জান্নাত পেল নতুন ঠিকানা।
আফিফা জান্নাতের নতুন ঠিকানা হলো সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের রুমানা-আশিকুর দম্পতির ঘরে।
কালিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের উপস্থিতিতে মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে দত্তক কার্যক্রমটি সম্পন্ন হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবির, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
মাত্র ২১ দিন বয়সী এই কন্যাশিশুর দত্তক কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল নিজ হাতে শিশুটিকে নতুন বাবা-মায়ের কোলে তুলে দিয়ে তার দুই পায়ে নুপুর পরিয়ে দেন।
উপস্থিত সবাই এই মহানুভব উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন মানবিকতা ও সহমর্মিতা সত্যিই অনুকরণীয়। ইউএনও অনুজা মণ্ডলের এই উদ্যোগ শুধু একটি শিশুর জীবন বদলে দেয়নি, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কালিগঞ্জে।
মানসিক ভারসাম্যহীন ওই শিশুর মা এর কথা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, তিনি বর্তমানে মৌতলা বাজারে অবস্থান করছেন শত চেষ্টার পরেও আমরা ওই মহিলাটিকে হসপিটালে রাখা যায়নি। আমি ইতিমধ্যে মৌতলা ইউনিয়ন চেয়ারম্যানকে জানিয়েছি তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে শিশুর ব্রেস্টফিডিং এর জন্য কমপক্ষে ৬ মাস রুমানা আশিকুর দম্পতির বাসায় রাখার জন্য বলা হয়েছে ইতিমধ্যে তারা রাজিও হয়েছেন। রুমানা আশিকুর দম্পতি
পরিবার কল্যাণ সহকারী বা FWA হিসেবে ফ্যামিলি প্ল্যানিং এ কাজ করেন ও স্বামী ব্যবসা করেন।

