কলারোয়াসাতক্ষীরা জেলা

এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে কলারোয়ায় মানববন্ধন

‎ এস এম ফারুক হোসেন, কলারোয়া: ‎ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহক ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম. ‎সোমবার (০৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদের সামনে সাতক্ষীরা যশোর মহাসড়কে এ মানববন্ধন করেছে সংগঠনটি।

‎মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৩৪০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে বিপর্যয়ের মুখে ইসলামী ব্যাংক। নিয়োগ পাওয়াদের মধ্যে অনেকেরই ভুয়া সার্টিফিকেট ছিল। এতে করে ব্যাংকটির সেবার মান ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অনিয়ম করে এসব অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ব্যাংকটির।

‎এস আলম গ্রুপ ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে নিয়ম-নীতি অমান্য করে অবৈধভাবে আওয়ামী লীগের চিহ্নিত ব্যক্তিদের কে কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেছিল।

‎তারা দাবি করেন, নিয়োগ প্রাপ্তদের অনেকে গ্রাহকসেবায় অদক্ষ ও দুর্ব্যবহার করেন এবং আঞ্চলিক ভাষায় কথা বলেন; যা দেশের অন্যান্য অঞ্চলের গ্রাহকদের জন্য সমস্যার সৃষ্টি করে। বক্তারা তাদের অবিলম্বে বহিষ্কার করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

‎বক্তারা আরও জানান, ইসলামী ব্যাংককে যেকোনো মূল্যে বাঁচাতে হবে। ইসলামী ব্যাংক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই অনতিবিলম্বে এসব অযোগ্যদের বহিষ্কার করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে এস আলমকে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করে আটক করার পাশাপাশি পাচার করা অর্থ উদ্ধার করতে হবে।

‎এ সময় বক্তারা ইসলামী ব্যাংকের নিয়োগ, অডিট, কোর গভর্ন্যান্সসহ সার্বিক ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *