কালিগঞ্জসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বিদায় সংবর্ধনা 

মাসুদ পারভেজ, তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের বদলি জনিত বিদায় উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তাফা আক্তারুজ্জামান পল্টু।

সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, নির্বাহী সদস্য গোলাম ফারুক, সিনিয়র সদস্য শেখ লুৎফর রহমান, সাবেক কোষাধ্যক্ষ ইলাদেবী মল্লিক এবং মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় শিল্পী ও সূধীজন। বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে অমিত কুমার বিশ্বাস নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে কাজ করে জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন।

অনুষ্ঠানের শেষে সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস তাঁর কর্মজীবনে সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে দোয়া কামনা করেন।

পরিশেষে তাঁকে বিদায় সংবর্ধনা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে শিল্পী কনিকা সরকার ও অভিজিৎ সরদারের সুমধুর কণ্ঠে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *