বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি
নাজমুল আলম মুন্না: বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার কর্মবিরতি পালন। ৬ দফা দাবি আদায়ের লক্ষে ১ অক্টোবর থেকে এই কর্মবিরতি শুরু হয়।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে নেতৃবৃন্দরা জানান। বাংলাদেশ হেলথ এ্যাসিস্টান্ট সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে কর্মবিরতি পালিত হচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক এসএম নূর ইসলামের সঞ্চালনায় ছয় দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের ইনচার্জ মোঃ আব্দুল শহীদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের পরিদর্শক আফিয়া দিলরুবা শিরিন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ শওকত আলী প্রমুখ।

