অনলাইনকালিগঞ্জজীবনযাপনসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও অনুজা মণ্ডল

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে শারদীয় দুর্গোৎসব পরবর্তী গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম. আহম্মাদ উল্যাহ বচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক ইউনিটের সভাপতি গাজী মিজানুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান এবং নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এসময় ইউএনও অনুজা মণ্ডল বলেন,কালিগঞ্জের সাংবাদিকরা সত্য ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেন বলেই এখানে প্রশাসনিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালিত হয়। আপনারা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেন, আবার উন্নয়ন ও সেবামূলক উদ্যোগগুলোকেও তুলে ধরেন এই ভারসাম্যই সাংবাদিকতার সৌন্দর্য।

তিনি আরও বলেন,আমার প্রত্যাশা, সাংবাদিকদের ক্ষুরধার লেখনী সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে এবং প্রশাসন গণমাধ্যম একসাথে কাজ করলে তৃণমূলের মানুষ উপকৃত হবে।

সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সম্মিলিতভাবে উন্নয়ন-অগ্রগতির ধারায় কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *