অনলাইনসদরসাতক্ষীরা জেলা

‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা ও ঋ-শিল্পীর প্রোগ্রাম অফিসার যোসেফ খাখা।

কর্মসূচিতে ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শুভ উদ্বোধন পরবর্তী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ তারিখে লোক নৃত্য, ৮ তারিখে কন্যা শিশু দিবস উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ৯ তারিখে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, ১১ তারিখে দেশাত্মবোধক গান, নির্ধারিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, ১২ তারিখে ক্রীড়া প্রতিযোগিতা, ১৩ ও ১৪ তারিখে ভোমরা রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ঋশিল্পী সেন্ট্রাল স্কুল ও সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা এবং ১৬ অক্টোবর বেলা ১১টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভাটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *