অনলাইনখেলাধূলাসদরসাতক্ষীরা জেলা

ধুলিহরে ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শ্রীউলা যুব সংঘ বিজয়ী 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সুপার স্টার  যুবসংঘ ক্লাব কতৃক আয়োজিত ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ধুলিহর আদর্শ হাই স্কুল মাঠে  উদ্বোধনী খেলায়  ধুলিহর সুপার স্টার যুবসংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক তাকদীর আহসান রুবেলের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।

 উক্ত খেলায় একদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন  কামারডাঙ্গা ফুটবল  একাদশ এবং অপরদিকে ছিলেন আশাশুনি শ্রীউলা যুবসংঘ  ফুটবল একাদশ।

 খেলায়  শ্রীউলা যুব সংঘ  কামারডাঙ্গা ফুটবল একাদশ কে ১-০ গোলে পরাজিত করে।

খেলায়  অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির নেতা শাহজাহান সিরাজ, আনোয়ারুল মল্লিক, নাজমুল হোসেন, তৈবুর রহমান তুহিন, আব্দুল হাই, রফিকুল ইসলাম হক, আব্দুল্লাহ আল মামুন, একরামুল কবির, আজহারুল ইসলাম,মোকলেছুর রহমান প্রমুখ ।

উক্ত খেলার সার্বিক পরিচালনার দায়িত্ব ছিলেন ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী ও সাধারণ সম্পাদক এস, এম কাজল।

খেলার মাঠ পরিচালকের দায়িত্বে ছিলেন  আসাদ, সামু ও বাবলু।খেলার ধারাভাষ্যে ছিলেন ধারাভাষ্যকার আশারাফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *