অনলাইনকালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের চম্পাফুলে আলমগীর কবির ফাউন্ডেশন’র উদ্যোগে শিক্ষক ও গুণীজনদের সংবর্ধনা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে নবনিযুক্ত সহকারী শিক্ষকবৃন্দ ও সমাজের বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টায় চাম্পাফুল আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠের মিলনায়তনে ‘আমরা’ সংগঠনের উদ্যোগে এবং আলমগীর কবির ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা নাজমুল হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল শাখার অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার তরুণ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোখসানা পারভীন পলি, আলমগীর কবির ফাউন্ডেশনের পরিচালক এম.ডি. আলমগীর কবির, আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মো. অলিউল্লাহ।

অতিথিদের বক্তব্যে এম.ডি. আলমগীর কবির বলেন, জীবনে সফল হতে হলে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছে তাদের সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো প্রয়োজন। সর্বোপরি পিতামাতা ও শিক্ষকদের মর্যাদা দিলে একজন আদর্শ মানুষ হয়ে ওঠা সম্ভব।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া আবৃত্তি, সংগীত পরিবেশনা ও শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে সভাপতি মো. অলিউল্লাহর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠিত আলমগীর কবির ফাউন্ডেশন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নভিত্তিক একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিক্ষা, সংস্কৃতি ও মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *