বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতার জনসংযোগ
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এড. মোঃ ইয়ারুল ইসলাম কলারোয়া, তালা ও পাটকেলঘাটা এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন। বুধবার ও বৃহস্পতিবার তিনি সাতক্ষীরার এই গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন।
জনসংযোগ চলাকালে এড. ইয়ারুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন এবং নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
জনসংযোগ চলাকালে এড. ইয়ারুল ইসলাম গণমাধ্যম কর্মীদেরকে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু ও সঠিক সময়ে হওয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মতামত ব্যক্ত করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট এই আইনজীবী।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার একটি স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন যার জন্য গ্রহণযোগ্য সংষ্কার ও নতুন আইনী কাঠামো। বর্তমানে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করলেও নির্বাচন পরিচালনা করে নির্বাহী বিভাগ যা সংবিধানের লঙ্ঘন এবং সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
জনসংযোগ চলাকালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া-পাটকেলঘাটা) থেকে বাংলাদেশ কংগ্রেসের পক্ষে ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ ব্যাক্ত করেন।

