অপরাধআশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

স্টাফ রিপোর্টার: আশাশুনির শ্রীউলা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) আইনুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

অভিযোগে জানা গেছে, ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) আইনুল হকের কাছে জমির নামপত্তন করতে গেলে ৫ থেকে ১০হাজার টাকা পর্যন্ত দিতে হয়। টাকা না দিলে নানান অজুহাত দেখিয়ে তালবাহানা করতে থাকে। এছাড়া ঘুষ না দিলে খাজনাও নিতে চায় না। এমনকি খতিয়ান দেখতে গেলে ৫০ এবং লিখে নিতে গেলেও ১০০ টাকা দেওয়া লাগে।

শ্রীউলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, আব্দুস সালামসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে একটি অভ্যুত্থান হলেও এইসকল দুর্নীতিবাজ কর্মকর্তারা বহাল তবিয়তে রয়েছেন। সাধারণ মানুষ তাদের কারণে দিশেহারা। অবিলম্বে ওই কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন তারা।

তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) আইনুল হক বলেন, নামজারি আমি করি না। এছাড়া খাজনাও এখন অনলাইনে দিতে হয়। সুতরাং টাকা লেনদেনের কোন সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *