সাতক্ষীরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তারের বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্ব অবহেলার অভিযোগে বিভাগীয় মামলা রুজু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), খুলনা বিভাগ ড. মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, নিলুফা আক্তার বিদ্যালয়ে কর্মরত চার সহকর্মীকে নিজের মোবাইল ফোন চুরির অভিযোগে ব্যাগ, ড্রয়ার ও দেহ তল্লাশি করেন এবং অপমানজনক ভাষা ব্যবহার করেন। তবে পরবর্তীতে তার মোবাইল ফোনটি নিজস্ব আলমারিতেই পাওয়া যায়। এ ঘটনায় সহকর্মীদের অপমানিত করা ছাড়াও নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসা, স্লিপ কাজ ও হোম ভিজিট সঠিকভাবে না করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে তদন্ত করে সদর উপজেলার তিনজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিযোগগুলোর সত্যতা পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী নিলুফা আক্তারকে অসদাচরণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে চাইলে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। পত্রটি মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাতক্ষীরা ও উপজেলা শিক্ষা অফিসার সদরসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

