অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের বিষ্ণুপুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় মৃত আনোয়ার উদ্দিন ঢালীর ছেলে আব্দুল খালেক ঢালী লাঠিয়াল বাহিনী নিয়ে একই গ্রামের আনছার উদ্দিন ঢালীর দীর্ঘদিনের ভোগদখলকৃত জমি দখল করে নিয়েছেন।

বুধবার (১ অক্টোবর) সকালে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির বন্টননামা অনুযায়ী সাবেক দাগ ৭৩৮ ও হাল দাগ ৬৮০ নম্বরে মোট ৫১ শতক জমির মধ্যে পুকুরপাড়ের ২৪ শতাংশ জমি গত ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন আনছার উদ্দিন ঢালী। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে আব্দুল খালেক ঢালী তার সহযোগীদের নিয়ে ওই জমি ঘেরাও করে বাঁশ ও টিনের বেড়া দিয়ে দখল করে নেয়।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আনছার উদ্দিন ঢালী দাবি করেন, জমিটি পৈতৃক সূত্রে তার ভোগদখলে ছিল এবং তিনি নিয়মিতভাবে তা ব্যবহার করে আসছিলেন। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক তার সম্পত্তি দখল করে নিয়েছে।

এদিকে, অভিযুক্ত আব্দুল খালেক ঢালীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে (০১৭— ২৫৯নম্বরে) যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *