পাটকেলঘাটায় পশুখাদ্য বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা বাজারে মেসার্স রিপন ট্রেডার্স এ মেয়াদ উত্তীর্ণ গরুর খাদ্য বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার পরিচালক এম মেহেদী হাসান তানভীর ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধীকারী প্রশান্ত ঘোষকে জরিমানা করেন।
স্থানীয়রা জানান, প্রশান্ত ঘোষ দিনের পর দিন মেয়াদ উত্তীর্ণ গরুর খাদ্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পান বলে সাংবাদিকদের জানান পরিচালক মেহেদী হাসান তানভীর।