অনলাইনকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর, সম্পাদক ফয়সাল

ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে শেখ আলমগীর সভাপতি, ফয়সাল কবীর সাধারণ সম্পাদক ও আসাদুজ্জামান আকুল সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছে।

নির্বাচনে শেখ আলমগীর হোসেন ২৬২ ভোট পেয়ে সভাপতি পদে ২৩৯ ভোট পেয়ে ফয়সাল কবীর সাধারণ সম্পাদক ও ১৬০ ভোট পেয়ে আসাদুজ্জামান আকুল সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।

অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদপ্রার্থী আনিছুর রহমান হাবিবউল্লাহ (১৭০) ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী শরিফুল ইসলাম ১৭৬ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মির্জা ছাদেক আলী ১০৬ ভোট পেয়েছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মৌতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে ইউনিয়নের জনগণের সুখে–দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *