কালিগঞ্জসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা-০৩ আসনের নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ

ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: জামায়াতে ইসলামী সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের উদ্যোগে নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জের জাফরপুর মাদরাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা-০৩ আসনের পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ ও আশাশুনি উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ারুল হক যৌথভাবে সমাবেশ পরিচালনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপজেলা আমীর তারিকুজ্জামান তুষার ও আশাশুনি উপজেলার নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার প্রমুখ।

এছাড়া সমাবেশে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *