অনলাইনসদরসাতক্ষীরা জেলা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: ‘তথ্য আমার অধিকার, জানা আছে কি তোমার?’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মুনতাসির বিল্লাহ এবং ফিফার সাবেক রেফারি তৈয়্যব শামসুজ্জামান বাবু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রশাসন ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে। নাগরিকরা যদি তথ্য পাওয়ার অধিকার যথাযথভাবে ব্যবহার করেন, তবে দুর্নীতি হ্রাস পাবে এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

প্রধান অতিথি রিপন বিশ্বাস বলেন, তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রশাসন থেকে শুরু করে সকল দপ্তরে তথ্য প্রদানে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। এতে করে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

অন্যান্য বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ একটি গণতান্ত্রিক সমাজ গঠনের প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। তারা যদি শৈশব থেকেই তথ্যের গুরুত্ব বুঝে ওঠে তবে ভবিষ্যৎ প্রজন্ম হবে জবাবদিহিতাপূর্ণ সমাজ নির্মাণে অগ্রণী।

আলোচনা সভার আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতে তথ্য অধিকার আইনকে আরও জনপ্রিয় করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *