কালিগঞ্জে রহস্যজনক মৃত্যু: রক্তাক্ত অবস্থায় যুবকের ম’র’দে’হ উদ্ধার
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে জুবায়ের আহমেদ (১৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুলিশ মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে তার নিজ বাড়ি থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে।
নিহত জুবায়ের আহমেদ ওই গ্রামের শেখ মেহেদী হাসানের ছেলে। পরিবারের দাবি জুবায়ের গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ জানিয়েছে, লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় আনা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।