অপরাধসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দীন মোল্যার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ হেমায়েত হোসেন ও তার সঙ্গীয় কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে ভোমরা গাজীপাড়া এলাকার বাসিন্দা মৃত মজিবর রহমান সরদারের ছেলে খায়রুল ইসলাম (২২) এবং মোঃ ইউনুস গাজীর ছেলে রাকিব হোসেন (১৯)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

পরে আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *