অনলাইনকালিগঞ্জধর্মরাজনীতিসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে ৪৯টি মন্দিরে উপহার সামগ্রী প্রদান

ভ্রাম্যমান প্রতিনিধি: শারদীয় দুর্গা উৎসব-২৫ উপলক্ষে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ৪৯টি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল) এর সৌজন্যে উপহার প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, সহ সভাপতি রনজিৎ সরকার, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল, বিএনপি নেতা মাষ্টার শাহিনুর রহমান।

মতবিনিময় ও উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ৪৯টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সূধীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *