কালিগঞ্জে প্রধান শিক্ষকের ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাড়াতলা লক্ষণ সরকারের দোকানের মুখ থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল মল্লিকের বাড়ি পর্যন্ত ইটের সলিং সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তায় স্কুল ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রধান শিক্ষকের উদ্যোগে এ ভোগান্তির অবসান ঘটতে চলেছে। এলাকায় স্বস্তি ফিরেছে এবং তাঁর এই মানবিক কাজে তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, “মানুষের কল্যাণে কাজ করা আমার নৈতিক দায়িত্ব। এলাকার মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এ লক্ষ্যেই নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করছি। শুধু এ কাজেই সীমাবদ্ধ নই, আগামী দিনে আরও জনকল্যাণমূলক কার্যক্রম হাতে নেওয়ার চেষ্টা করব। শুধু রাস্তা নয়, তিনি পানি নিষ্কাশনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। উত্তর শ্রীপুর দফাদারপাড়া বায়তুল নূর জামে মসজিদ সংলগ্ন সড়ক বর্ষার পানিতে ডুবে যাওয়ায় সেখানে পাইপ বসানো হয়েছে। পাশাপাশি উত্তর শ্রীপুর পুরাতন বাজার খোলা, কারিকারপাড়া, সরদারপাড়া ও শেখপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে তাঁর ব্যক্তিগত অর্থায়নে পাইপ বসানো হয়েছে, যা স্থানীয় জনগণকে চরম দুর্ভোগ থেকে মুক্তি দিচ্ছে।
এলাকাবাসী প্রধান শিক্ষকের এ উদ্যোগকে “মানবিক ও অনুকরণীয়” উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সমাজসেবার এমন উদাহরণ সবাইকে অনুপ্রাণিত করবে।