খেলাধূলাসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলায় পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫-২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ক্রিকেট কোচ মো. আলতাপ হোসেন, বিসিবির ক্রিকেট কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক শাহাজান আলী, রাজনগর দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, বকচরা আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ রমজান আলী, প্রমুখ। কাবাডি প্রতিযোগিতায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। কাবাডির ফাইনালে গোদাঘাটা মাদ্রাসাকে ৩৩-১৭ পয়েন্টে হারিয়ে খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

কাবাডি প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন আহমদ হাসান টুটুল। কাবাডির ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এসময় সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *