অপরাধআইন আদালতকলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় জমি বিরোধে সংঘর্ষের অভিযোগ, ঘটনাস্থলে নিহত-১, অভিযুক্তদের দাবি মিথ্যা

মেহেদী সোহাগ, কলারোয়া: কলারোয়া সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে কিনে নেওয়া জমির দখল পাচ্ছেন না এক পক্ষ। অন্যদিকে প্রতিপক্ষ দাবি করছে, এটি শরিকদের জমি, আর এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ১৭–১৮ বছর ধরে অভিযুক্ত হাফিজুল ৮১ শতাংশ জমি কিনেছেন। জমি কেনা সত্ত্বেও দখল বুঝে দেওয়া হচ্ছে না। বরং জমি দখল করতে গেলে তাকে লাঠি-দা নিয়ে হামলার চেষ্টা করা হয়। এ নিয়ে সম্প্রতি কোর্ট মামলা হলে আদালতের নির্দেশে জমিতে পিলার বসানো হয়।

অভিযোগ, বুধবার সকালে প্রতিপক্ষ আব্দুল মান্নান লোকজন দল বেঁধে এসে ওই পিলার তুলে ফেলার চেষ্টা করে। বিগত সময় পুলিশ হাফিজুলকে এমন ঘটনা ঘটলে পরামর্শ দিয়েছিল ভিডিও করে রাখার জন্য। ভুক্তভোগী পক্ষের দাবি, তাদের পরিবারের কেউ মারামারিতে অংশ নেয়নি, শুধু ভিডিও ধারণ করছিলেন।

এ ঘটনায় প্রতিপক্ষ আব্দুল মান্নান হঠাৎ স্ট্রোক করে পড়ে যান, এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন । এ নিয়ে মৃত ব্যক্তির পরিবার দায় চাপাচ্ছে ভুক্তভোগী পরিবারের ওপর, এবং তাদের দাবী আব্দুল মান্নানের মৃত্যু বাঁশের লাঠির আঘাতে হয়েছে। তবে নিহত ব্যক্তির মৃত্যু স্বাভাবিক এবং ঘটনাস্থলেই তিনি অসুস্থ হয়ে মারা গেছেন বলে দাবি করছে ভুক্তভোগী পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, শেষ হলে মৃত্যুর আসল ঘটনা জানাযাবে।

তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রতিপক্ষ জমি দখল করে রাখছে এবং এখন হাফিজুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। তারা বলেন, “আমার মামা নির্দোষ, সত্যকে মিথ্যা দিয়ে চেপে রাখা যাবে না। আদালত ইতিমধ্যে জমি আমাদের পক্ষে রায় দিয়েছেন, তারপরও প্রতিপক্ষ জোর করে দখল নিতে চাইছে।”

পরিবারটি আরও জানায়, হাফিজুলের বড় ছেলে না থাকায় প্রতিপক্ষ গায়ের জোরে জমি দখল করতে চাইছে। তবে তারা আল্লাহর ওপর ভরসা রাখছেন এবং বিশ্বাস করেন সত্যের জয় হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *