বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণছুটি ঘোষণা করে কর্মস্থল ত্যাগ
এম এ মান্নান: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার বিকাল ৫টা থেকে গণছুটিতে গেছেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (REB) বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের প্রতিবাদে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নমানের মালামাল সরবরাহ, জনবল সংকট, এবং অটো পালস মিটারের মতো গ্রাহক হয়রানির ফাঁদে সমিতিকে জিম্মি করে রাখা হয়েছে। অথচ সেবার দায়িত্ব ও জবাবদিহিতা সমিতির উপর বর্তায়।
গত এক বছরে কর্মপরিবেশের অবনতির কারণে ৫০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে ২৫ জন লাইনক্রু। আন্দোলনের জবাবে ৩৬ জনকে চাকরিচ্যুত, ৫৩ জনকে বরখাস্ত এবং ১৭২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন ও বরখাস্তের ঘটনা অব্যাহত থাকায় কর্মীরা গণছুটির সিদ্ধান্ত নেন।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, সদর দপ্তর থেকে ৫ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেস রিলিজ এর মধ্যে দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সমিতির দাবি, তারা গ্রাহকের পক্ষেই আন্দোলন করছে এবং বিদ্যুৎ সেবা সচল রেখেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। তারা চার দফা দাবির বাস্তবায়ন, নিরাপদ কর্মপরিবেশ এবং REB-PBS ব্যবস্থার সংস্কার চায়। সমিতি সকল সুশীল সমাজ, গণমাধ্যম ও গ্রামীণ জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছে।
কর্মকর্তা-কর্মচারীরা জেনারেল ম্যানেজারের উপর দায়িত্ব অর্পণ করে কর্মস্থল ত্যাগ করেছেন। তাদের এ আন্দোলন বাঁচার জন্য, গ্রাহকের জন্য, ন্যায়বিচারের জন্য।