কালিগঞ্জে ধানের শীষের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের কর্মী সমাবেশ অনুৃষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভদ্রখালী বাজার চত্তরে ওয়ার্ড বিএনপির সভাপতি মেম্বর নুর মোহাম্মাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরার ৩ আসনে ধানেরশীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন, উপজেলা বিএনপির নেতা চাম্পাফুল বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক সেক্রেটারী কামরুজ্জামান হাবিব।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী গাজী, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম মিলন,জাকির হোসেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার সরকার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান প্রমুখ। বক্তাগন বলেন সকল ভেদাভেদ ভুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতিককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমরা শহীদ জিয়ার সৈনিকেরা সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। আমরা পিআর বুঝিনা, পিআর চাইনা।