সাতক্ষীরায় দুর্গোৎসব পালনে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে স্মারকলিপি প্রদান
নাজমুল আলম মুন্না: আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা নাগরিক প্ল্যাটফর্ম।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্প এর আওতায় আয়োজিত স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়।
নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে দাবি জানানো হয়- দুর্গাপূজার সময় পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। যাতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ভয়ের পরিবর্তে আনন্দ ও শান্তির পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে।
উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা-২০২৫। এ উপলক্ষে জেলায় মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও নানা আয়োজন ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে প্রশাসনের প্রাথমিক নিরাপত্তা পরিকল্পনা থাকা সত্ত্বেও জেলার ৫৫টি পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এতে পূজা উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে শঙ্কা যেমন রয়েছে, তেমনি উৎসবের আনন্দও ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে।
প্রশাসন জানিয়েছে, পূজাকে ঘিরে ইতোমধ্যে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হবে।
এসময় জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক শেখ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন এবং পূজাকালীন সময়ে বিশেষ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।
নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও প্রশাসনের বিশেষ তৎপরতায় এবারের দুর্গোৎসব জেলায় নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে।