সাতক্ষীরায় ২০ বোতল ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, চান্দুরিয়া, তলুইগাছা, মাদরা, ভোমরা ও বাকাল চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর নিকট থেকে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়া, কাকডাঙ্গা বিওপি: মজুমদার ও কুঠিবাড়ি এলাকা থেকে ৬,২০,০০০ টাকার ভারতীয় ঔষধ, চান্দুরিয়া বিওপি: গোয়ালপাড়া ও বরইবাগান এলাকা থেকে ৩,১৫,০০০ টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি: চারাবাড়ি এলাকা থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ, ভোমরা বিওপি: ঘোষপাড়া এলাকা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় শাড়ি ও বাকাল চেকপোস্ট: ঘোষপাড়া এলাকা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ জব্দ দেখানো হয়েছে।
মোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১২,১৫,৫০০ টাকা।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করার পর জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে সংরক্ষিত রাখা হয়েছে।