সাতক্ষীরায় অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন দেবহাটা সার্কেলের হাফিজুর রহমান
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার পুলিশ পরিবারে যুক্ত হলো আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ হাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সাদামাটা অথচ আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নিজ হাতে তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
ব্যাজ পরিধানের মুহূর্তে উপস্থিত কর্মকর্তাদের চোখেমুখে আনন্দের ঝলক স্পষ্ট হয়ে ওঠে। সহকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কেউ আবার আলিঙ্গন করে নতুন দায়িত্বের প্রতি আস্থা ও ভালোবাসা প্রকাশ করেন। পুরো পরিবেশে যেন উৎসবের আবহ তৈরি হয়।
হাফিজুর রহমান বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা। ২০১৭ সালে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) হিসেবে যোগদান করেন। সেখান থেকে শুরু হয় তাঁর দায়িত্বশীল পথচলা।
প্রশিক্ষণ শেষে একে একে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), মাগুরা জেলা পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তিনি সহকর্মী এবং ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করেন। তাঁর নিষ্ঠাবান নেতৃত্বগুণ ও মানবিক দৃষ্টিভঙ্গির স্বীকৃতি হিসেবেই তিনি আজ অতিরিক্ত পুলিশ সুপার পদে উন্নীত হলেন।
পদোন্নতির পর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পদোন্নতির মাধ্যমে দায়িত্বও বেড়ে যায়। সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় পরিচয় হলো তাঁর সততা ও দায়িত্ববোধ। আমি আশা করি, নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার সেই আস্থার প্রতিফলন ঘটাবেন।
তিনি নবনিযুক্ত কর্মকর্তার ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে দিকনির্দেশনা দেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পদোন্নতি উপলক্ষে সহকর্মীরা একে একে হাফিজুর রহমানকে অভিনন্দন জানান। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন- কারণ তাঁকে সহকর্মী হিসেবেই নয়, একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবেও দেখেন তারা।
নতুন দায়িত্ব পাওয়ার পর হাফিজুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই পদোন্নতি আমার একার অর্জন নয়। সহকর্মীদের সহযোগিতা, ঊর্ধ্বতনদের দিকনির্দেশনা আর জনগণের ভালোবাসাই আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আমি অঙ্গীকার করছি, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমার দায়িত্ব পালন করব এবং জনগণের পাশে থেকে কাজ করে যাব।
ব্যাজ পরিধানের পুরো অনুষ্ঠান জুড়ে ছিল অনাবিল আনন্দ। সহকর্মীদের শুভেচ্ছা আর শুভকামনায় সিক্ত হয়ে নতুন করে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। এ যেন শুধু একটি পদোন্নতি নয়- এটি সাতক্ষীরা জেলা পুলিশের একটি গর্বিত অর্জন এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার আলো।