ধর্মরাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার ব্যাংদহা বাজার সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা কাছারী বাড়ি জামে মসজিদ কমিটি ও মুছল্লিবৃন্দ এর আয়োজনে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা বাজারে এ সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফিংড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, বৈকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, ফিংড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শাহিনউজ্জামান, সেক্রেটারি মাওলানা জুম্মান আলী সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

এছাড়া বক্তব্য রাখেন ব্যাংদহা কাছারী বাড়ি জামে মসজিদ এর খতিব মাওলানা আব্দুল হাই ছিদ্দীকি, মাওলানা শামিম রেজা সিদ্দীকি।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ। তাঁর আদর্শ ও জীবনধারা অনুসরণেই বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে নবীর শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সীরাতের শিক্ষা গ্রহণ ছাড়া মুক্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *