সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার “ক” জোনের খেলা উদ্বোধন
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর “ক” জোনের খেলা। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় গোবরদাঁড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজ ও হযরত আবু বক্কার সিদ্দিকী ইসলামিয়া কামিল মাদ্রাসা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন- শিক্ষার পাশাপাশি খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, সবল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কাণ্ডারি। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান মনোযোগী হতে হবে।
তিনি আরও যোগ করেন- বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে হবে। মাঠে খেলার মাধ্যমেই দলগত নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের বিকাশ ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন আহ্বায়ক ও ডি.বি. ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এমাদুল ইসলাম, লিয়াকাত আলি, কৃষ্ণ বন্ধু ঘোষ, সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, শিক্ষক জিয়াউর রহমান, মোঃ আলাওল প্রমুখ।
উদ্বোধনী খেলায় দুই দলের মধ্যে শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। শেষ পর্যন্ত হযরত আবু বক্কার সিদ্দিকী ইসলামিয়া কামিল মাদ্রাসা ৫-৪ গোলে গোবরদাঁড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। খেলার মাঠে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
খেলায় যাচাই-বাছাই কমিটির দায়িত্বে ছিলেন শিক্ষক আল কালাম, আবু অহিদ বাবলু, মনোরঞ্জন মণ্ডল, হাবিবুর রহমান ও ফয়জুল হক বাবু। মাঠ পরিচালকের দায়িত্ব পালন করেন মোঃ রাকিবুর রহমান। তাকে সহায়তা করেন কবিরুল ইসলাম ও কনক মাঝি।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।