কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ভ্রাম্যমান আদালতে জরিমানা
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে উপজেলার কালিকাপুরে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে বাগদা চিংড়িতে পুশ এর অভিযোগে ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করে, পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা সহ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর নেতৃত্বে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে শেখ হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এর বাড়িতে বাগদা চিংড়িতে বিভিন্ন পদার্থ দিয়ে পুস করার অভিযোগে হাতেনাতে ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করে, পরে পেট্রলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং তাকে ৭০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রমণ আদালতে কালিগঞ্জ থানার এস আই সমির গাইন সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।