কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৯৭ লাখ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ কাজ করা হবে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সজল কুমার রায়, ঠিকাদার ইলিয়াস হোসেন, ইউনিয়ন উপসহকারী ভুমি কর্মকর্তা আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *