শ্যামনগরে ধ’র্ষ’ণ মামলার আসামী গ্রে’প্তা’র
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামীকে নাটকীয় অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা-এর নেতৃত্বে শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ভোররাতে বিশেষ এ অভিযান পরিচালিত হয়। এ সময় এসআই (নিঃ) মোহাম্মদ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নকিপুর এলাকায় হানা দেন।
অভিযানে মৃত আজিজ ক্যাশিয়ারের টিনশেড ভাড়াবাসা (বাদিনির ভাড়া করা বাসা) থেকে ধরা হয় মামলার মূল আসামী নিশিকান্ত মন্ডল (৪৩)। সে উপজেলার কৈখালী ই্উনিয়নের পরানপুর গ্রামের গৌরপদ মন্ডলের ছেলে।
তার বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং-২১, তারিখ-২০/০৯/২০২৫ খ্রি., ধারা— নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়।
গ্রেফতারের পর তাকে থানায় আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।