সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
নাজমুল আলম মুন্না: সাতক্ষীরায় জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা ম্যানগ্রাভ সভাঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় জেলা নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নাগরিক প্লাটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান।
প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য এবং গত সভার আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা। এরপর ক্লাস্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য ও সভার আলোচ্য বিষয় তুলে ধরেন। সভায় মাঠপর্যায়ের কার্যক্রম এবং আগামী পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা ও বর্তমান পরিস্থিতি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, আইনজীবি নাজমুন্নাহার ঝুমু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, নাজমুল আলম মুন্না, সুকুমার দাস বাচ্চু, মীর খায়রুল আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা সভাপতি স্বপন কুমার শীল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মোসফিকুর রহমান মিল্টন, শীলা রানী হালদার ও মফিজুর রহমান। উপজেলা যুব ফোরামের প্রতিনিধি সদর উপজলা যুব ফোরামের আহবায়ক নূরে আলম, যুগ্ম- আহবায়ক আইরীন সুলতানা, কলারোয়া উপজেলার সদস্য সরোজিত কুমার সিংহসহ আরো অনেকে।
সভায় আগামী শারদীয়া দূর্গোৎসব ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তি, সম্প্রীতি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে করনীয় ও মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ উল্লেখসহ আগামী ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরারব স্মারকলিপি প্রদান ও আশাশুনি উপজলার নতুন সদস্য যুক্ত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলার ০৭ টি উপজেলার সিএসও প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করে আরো বলেন, বর্তমান সময়ে যুবদের উদ্বুদ্ধ করে সামাজে শান্তি শৃংখলা প্রতিষ্ঠায় কাজ করার উপযুক্ত সময়।