অনলাইনরাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে জামায়াতের ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের কর্মশালা

জি এম আব্দুল কাদের, শ্যামনগর: বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার পেশাজীবী বিভাগের উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মশালা শুরু হয়।

প্রভাষক সাইফুল্লাহ রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাস্টার রেজাউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে বহু পরিবর্তন এসেছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারলেই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বপ্ন পূরণ হবে। এ জন্য আসন্ন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি করা জরুরি। পরে তিনি দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল, আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যাপক ফজলুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি সাইদি হাসান বুলবুল, ভিডিএফ সভাপতি আলহাজ্ব সাংবাদিক আবু কওছার, সাংবাদিক প্রভাষক হুসাইন বিন আফতাব এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কামারুজ্জামান।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই শতাধিক পেশাজীবী নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *