রাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে মহিলা দলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা দলের আয়োজনে বুধবার বিকালে মালঞ্চ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহিমা আক্তার কল্পনার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ ও জেলা বিএনপির সদস্য এডভোকেট এম এ আশেক এলাহী মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৯৯১ সালে তারা সর্বোচ্চ ১৮ টি আসন পেয়েছিল। আর ২০০১ সালে পেয়েছিল ১৭ টি আসন। এছাড়া ২০০৮ সালে পেয়েছিল মাত্র দুটি আসন। সেই দল কিভাবে আশা করে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, জীবনেও পাবেনা। ২০১৮ সালের নির্বাচনে তাদের প্রতিক ছিলনা, তারা ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেছিল, আর তারাই এখন ধানের শীষের বিরোধিতা করে।
তিনি আরো বলেন, একটি পরিবারের নারী সদস্যরা সব সময় পরিবারের জন্য ত্যাগ স্বীকার করেন। বিএনপি ক্ষমতায় এলে নারী সদস্যদের জন্য ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। এছাড়া বিএনপি ক্ষমতায় এলে শ্যামনগরে আধুনিক মানের টেকসই বেড়িবাঁধ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *