অনলাইনসদরসাতক্ষীরা জেলাসাহিত্য

কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: কিশোর কন্ঠ ফাউন্ডেশন, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে বিকাল ৫ঃ৩০ মিনিটে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান মুহা. আল মামুনের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের সঞ্চালনায় রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি মুহা আল মামুন বলেন, “এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় উদ্বুদ্ধ করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে সাহায্য করবে।”

চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেক শ্রেণির জন্য নির্ধারিত আলাদা সিলেবাস অনুসারে পরীক্ষা নেওয়া হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর করে কাটা যাবে।
পরীক্ষা হবে বাংলা, ইংরেজি,গনিত এবং সাধারণ জ্ঞান থেকে। সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিশোর কণ্ঠের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত “কিশোরকন্ঠ “এবং বিশেষ সংকলন “অন্বেষণ” সংগ্রহ করতে হবে

মেধা বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই তিনটি গ্রেডে মোট ৩ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি দেওয়া হবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ চতুর্থ, পঞ্চম,ষষ্ঠ,ও সপ্তম শ্রেণীর সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের জন্য ট্যাব এবং অষ্টম,নবম,ও দশম শ্রেণীর সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের জন্য ল্যাপটপ থাকবে। এছাড়া প্রত্যেক শ্রেনীর সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের জন্য থাকবে আর্কষনীয় পুরস্কার।
সকল পরীক্ষা হবে এমসিকিউ (MCQ) পদ্ধতিতে, প্রশ্নের সংখ্যা ১০০ এবং সময়সীমা এক ঘণ্টা। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি অথবা কিশোর কন্ঠ পাঠক ফোরামের সদস্যদের মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবে। ফর্মের সঙ্গে পরীক্ষার্থীর সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।

ফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ: ২০ অক্টোবর ,২০২৫।
পরীক্ষার তারিখ: ৩১ অক্টোবর ২০২৫ (শুক্রবার), সকাল ১০টা।
ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর, ২০২৫।
সংবর্ধনা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর ২০২৫।

এছাড়া উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখা উপদেষ্টা মোঃ নুরুন্নবী, মোঃ আরিফ বিল্লাহ,আবু সালেহ সাদ্দাম, শারাফাত হুসাইন লিটিল,আল রাজীব, আফজাল হোসেন, হাফেজ আনিসুর রহমান, মুহা. মাসুদ রানা

আয়োজকগণ আশা প্রকাশ করেছেন, আগামীতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *