কালিগঞ্জে অজ্ঞাত নারীর নবজাতককে কোলে নিলেন ওসি মিজানুর রহমান
মাসুদ পারভেজ, কালিগঞ্জঃ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত পরিচয়ের এক নারীর কোলে জন্ম নেয় একটি নবজাতক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুটির জন্ম হয়।
জন্মের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। এসময় ওসি শিশুটিকে কোলে তুলে নেন এবং তার সুস্থতা ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য থানা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্যঃ প্রায় এক মাস আগে উপজেলার মৌতলা বাজার এলাকায় ওই মানসিক ভারসাম্যহীন নারীকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে এলাকাবাসী ও কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা–কর্মচারীরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ’র নির্দেশনায় স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ এক মাস ধরে চিকিৎসা ও পরিচর্যা প্রদান করেন। এর ফলে নারীটি সুস্থভাবে নবজাতকের জন্ম দিতে সক্ষম হন।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটির নিরাপত্তা ও সঠিক পরিচর্যার জন্য সরকারি উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অজ্ঞাত নারীর দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভধারণ এবং সন্তানের জন্ম নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—এই নারীকে কে বা কারা শোষণ করেছে এবং কারা এমন ঘটনায় জড়িত হতে পারে। সচেতন মহল মনে করছেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সাথে এই নেক্কারজনক কাজে যারা জড়িত তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।