সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ঘোনা, কাকডাঙ্গা, কালিয়ানী, সুলতানপুর, মাদরা এবং তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৯৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল ২ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ টহল দল কলারোয়া থানার কালিয়ানী এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। সুলতানপুর বিওপি কর্তৃক সাতক্ষীরা সদর থানার কুলবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করা হয়। ঘোনা বিওপি দাঁতভাঙ্গা মাঠ এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির টহল দল মজুমদার খাল এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। পদ্মশাখরা বিওপি বেড়িবাধ ও আমবাগান এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপি ভাদিয়ালী ও চাঁন্দা এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপি বর্মিতলা এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে এসব মালামাল পাচার করে শুল্ক ফাঁকি দিচ্ছিল। এ ধরনের চোরাচালান শুধু দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয়ও ব্যাহত হচ্ছে।
আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।