কলারোয়ায় মহিলা দলের কার্যক্রম গতিশীল করতে একাধিক সভা
এস এম ফারুক হোসেন, কলারোয়া: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশনায় কলারোয়ায় মহিলা দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একাধিক ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জয়নগর ইউনিয়ন পরিষদে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লার নেতৃত্বে ১ নং জয়নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম এ রব শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: আব্দুল মজিদ সাংগঠনিক সম্পাদক মো: সিদ্দিকুর রহমান সিদ্দিক, ১২ নং যুগিখালি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু রহমান মোল্লা, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: শাহাজালাল আহমেদ সাজুসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুরূপভাবে সোমবার সন্ধ্যার পরে ২নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সিংহলাল বাজারের দলীয় কার্যালয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আপেল, সাংগঠনিক সম্পাদক শফিউল আজমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসব সভায় জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত ও দলীয় কার্যক্রম গতিশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।